স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
‘ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি- বড় দুটি দলই দেশে নষ্ট রাজনীতি করছে। ৯০ এর পর থেকে এ কারণে দেশে খুন-গুম বেড়ে চলছে। মানুষ সঠিক বিচার না পেয়ে অসহায় জীবনযাপন করছে।’
শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের।
তিনি বলেন, ‘জাতীয় পার্টি নষ্ট রাজনীতির পরিবর্তে দেশে সুস্থ রাজনীতি ফিরিয়ে আনবে। মানুষকে অসহায় অবস্থা থেকে রক্ষা করবে।’
জাতীয় পার্টি দেশের ও জাতির কল্যাণে রাজনীতি করছে, এ দাবি করে জি এম কাদের বলেন, কাউন্সিলের পর জাতীয় পার্টি ঘুরে দাঁড়িয়েছে। খুব শিগগির দেশের স্বার্থে জনগণের স্বার্থে মাঠ পর্যায়ে কর্মসূচি দেওয়া হবে।
দলের প্রেসিডিয়াম সদস্য ও মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, মহানগরীর সেক্রেটারি জহিরুল আলম রুবেল, মহানগর নেতা শরফুদ্দিন শিপু, সুজন দে, মাহবুবুর রহমান খসরু, খোরশেদ আলম খুশু প্রমুখ।
উপস্থিত ছিলেন দলের দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, যুবসংহতির সেক্রেটারি বেলাল হোসেন, মহানগর নেতা আমিরুদ্দিন ডালু, তরুণ বসু প্রমুখ।