বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ব্যবসায়ী সাব্বির আলম হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও শীর্ষ সন্ত্রাসী জাকির খানের জামিন নামঞ্জুর করেছে আদালত। শোনানী শেষে পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রবিবার (২০ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত উম্মে সরাবান তহুরার আদালতে এই জামিন নামঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। এর আগে সকালে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে কঠোর নিরাপত্তায় মধ্য দিয়ে আদালতে হাজির করেন পুলিশ। এদিকে জাকির খানের কয়েকশ নেতাকর্মী তার মুক্তি চেয়ে আদালতে চত্বরে বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিল করেন।
শোনানী প্রসঙ্গে আসাদুজ্জামান জানান, ২০০৩ সালের সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় আসামি জাকির খানের বিরুদ্ধে আজ আদালতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। আদালতে কোন স্বাক্ষী না থাকায় কোন স্বাক্ষ্যগ্রহন হয়নি। এদিকে আসামী পক্ষের আইনজীবীরা জাকির খানের জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে আদালত। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে আদালত। আগামী ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শোনানীর দিন ধার্য করা হয়েছে।
আসামি জাকির খান পক্ষের আইনজীবী এড. সরকার হুমায়ুন কবির বলেন, জাকির খানের বিরুদ্ধে দায়ের করা মামলায় আমরা আজ আদালতে জামিন আবেদন করেছিলাম। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করনে। ২০০৩ সালে ১৮ ফেব্রুয়ারী ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ সময় ধরে বাদীপক্ষ শোনানীতে কোন স্বাক্ষী দেয় না। এটা আমরা আদালতে বুঝাতে সক্ষম হয়েছি। আগামী শোনানীতে আমরা আবার জামিন শোনানী করবো। আদালত বিষয়টি বিবেচনা করবেন বলে জানান।
এদিকে জাকির খানকে আদালতে আনার সাথে তার নেতাকর্মীরা উপস্থিত হয়ে মুক্তি চেয়ে মিছিল করেন। এসময় আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) নাজমুল হাসান জানান, পরিস্থিতি স্বাভাবিক রাথতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
কোন হাজতিকে আদালতে আনা হলে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
জাকির খান জেলা ছাত্রদলের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৩ সালের তার বিরুদ্ধে ব্যবসায়ী সাব্বির আলম হত্যা মামলায় প্রধান আসামী করা হয়। এই মামলায় ২০০৬ সালের ৮ জানুয়ারী জাকির খান ও তার দুইভাই সহ আটজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন।পরে জাকিন খান দীর্ঘদিন দেশের বাইরে পলাতক ছিলেন। দেশে এসে পরিচয় গোপন করে জাকির খান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করছিলেন। এই সংবাদের ভিত্তিতে র্যাব-১১ তাকে বিদেশী পিস্তল সহ গ্রেফতার করেন।