নাহিদা-মুরাদ ভালোবেসে ঘর বেঁধেছিলেন দূরদেশে। বন্ধু-স্বজনের উপস্থিতি ছিল না সেই আয়োজনে। ক্যালেন্ডারের পাতা উল্টেছে, পার হয়েছে সময়। দেশে ফেরাও হয়েছে তাদের। তবে এই দম্পতিকে বরণ করতে হয়নি কোনো সাড়ম্বর আয়োজন।
নাহিদার ভাই ফরহাদ তাই নিলেন অন্যরকম এক উদ্যোগ। এই দম্পতিকে বরণ করে নেওয়া হবে ব্যতিক্রমী এক আয়োজনে। লন্ডনপ্রবাসী নাহিদা আকতার টিটু ও আবদুল ওয়াহেদ মুরাদ সাজলেন বর-কনে। রীতিমতো বিয়ের জমকালো আয়োজন।
তবে অনুষ্ঠানটির মূল আকর্ষণ কিন্তু নাহিদা-মুরাদ নন। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল শতাধিক প্রতিবন্ধী শিশু!
‘বর-কনে’ বসেছিলেন মঞ্চে। তাদের পাশে প্রতিবন্ধী শিশুরা মেতে উঠেছিল আনন্দ উল্লাসে। নাচ-গান খেলাধুলার পর তাদের জন্য ছিল উপহার। পরে তারা অংশ নেয় প্রীতিভোজেও।
————————— Joynewsbd.com —————————-
ব্যতিক্রমী বিয়ে ! শতাধিক প্রতিবন্ধী শিশু নিয়ে বর-কনে মঞ্চে,
মঞ্চে বর-কনে, আলো হয়ে একদল উচ্ছ্বল শিশু,
ভালোবেসে ঘর বেঁধেছিলেন দূরদেশে,
মিনহাজ ফাউন্ডেশন,
জয়নিউজ,
প্রতিবন্ধী ,
মঞ্চে বর-কনে,
মিরাক্কেল তারকা ইয়াকুব রাসেল,
bd crime news,
crime watch,
bangladesh crime news,
bd crime 2019,
Exceptional Marriage ,
With hundreds of disabled children on the bridegroom’s stage,
joynewsbd