স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
ব্যক্তিগত গাড়িতে ‘প্রেস’, ‘পুলিশ’ লেখা কোনো স্টিকার লাগানো যাবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা জানান।
কমিশনার বলেন, প্রতিষ্ঠানের গাড়ি ছাড়া ব্যক্তিগত কোনো গাড়িতে প্রেস, পুলিশ লেখা কোনো স্টিকার ব্যবহার করা যাবে না। কারণ, অপরাধীরা এসব স্টিকার ব্যবহার করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে।
এর পর থেকে কেউ এ ধরনের স্টিকার ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
আছাদুজ্জামান মিয়া বলেন, রাজধানীতে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন এলাকায় সার্ভিলেন্স টিম গড়ে তোলা হবে। থানা-পুলিশের সঙ্গে এলাকার রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ দিয়ে এ কমিটি করা হবে। একই সঙ্গে টিম কী কী কাজ করবে, তারও সুনির্দিষ্ট কর্মপদ্ধতি বলে দেওয়া হয়েছে।