নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বৈরী আবহাওয়াকে হার মানিয়ে নারায়ণগঞ্জ উৎসব-২০১৬ এর জমকালো উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ৭ দনি পর্যন্ত। নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, আমরা যাত্রা শুরু করলাম। এখন থেকে নারায়ণগঞ্জের মানুষকে আর বইমেলার জন্য ঢাকায় যেতে হবে না। সামনের বছর থেকে ফেব্রুয়ারী মাস জুড়ে নারায়ণগঞ্জেই বই মেলা উপভোগ করতে পারবে নারায়ণগঞ্জের মানুষ।
তিনি আরও বলেন, আমাদের অতীতে যে ভুল ছিল সেগুলো আজ এই বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ করে দিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নের বার্তা নিয়ে এসেছে। আগে মানুষ নারায়ণগঞ্জের নাম শুনলে ভয় পেত, নারায়ণগঞ্জের নোরাংমির রাজনীতি শুরু হয়ে ছিল। নারায়ণগঞ্জে ৪০০ বছরের পুরনো কলঙ্ক ছিল। শামীম ওসমান সেই কলঙ্ক দূর করেছে। সে কারনে তার বিরুদ্ধে অনেক অভিযোগ তোলা হয়েছিল। আজকে আমরা নারায়ণগঞ্জকে কলঙ্কমুক্ত করার চেষ্টা করছি। যারা আমাদেরকে সহযোগীতা করছে তাদের বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করা হয়েছে। আজকে আমরা যতটুকু আগাতে পেরেছি তা তাতে আমাদের জেলা প্রশাসকের অনেক ভূমিকা রয়েছে। উনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নাই।
আজকে নারায়ণগঞ্জে যে প্রতিযোগীতা শুরু হয়েছে তা হচ্ছে কে মেয়র, কে চেয়ারম্যান কে সংসদ সদস্য হয়ে উন্নয়ন করবে। কে কার আগে দ্রুত উন্নয়ন কাজ করবে। এ প্রতিযোগীতার নাম উন্নয়নের প্রতিযোগীতা। আমি নারায়ণগঞ্জের সাংবাদিকদের কাছে অনুরোধ করবো নারায়ণগঞ্জের এ উন্নয়নের কথা যেন তারা তাদের লেখনিতে তুলে ধরেন।
নারায়ণগঞ্জে শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পায়নের উন্নয়নের মধ্য দিয়ে আধুনিক নারায়ণগঞ্জ হিসেবে গড়ে তোলা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গাউছুল আজম তার বক্তব্যে বলেন, বই পড়লে মানুষ আলোর পথ খুঁজে পান আর বই না পড়লে মানুষ অন্ধকারে নিমজ্জিত থাকে। তাই তিনি প্রত্যেকের কাছে একটি করে বই কেনার অনুরোধ রাখেন।
গাউছুল আজমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য সেলিম ওসমান তার বক্তব্যে উৎসবে অংশ নেওয়া প্রতিটি বইয়ের দোকান থেকে ১০ হাজার টাকার করে বই কিনতে বলেন। বই কেনার মোট অর্থ তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করবেন। সেই সাথে তিনি জেলা প্রশাসন একটি পিকআপ ভ্যানের ব্যবস্থা করে দিবেন। ওই পিকআপ ভ্যানে করে সমস্ত বই নিয়ে নারাণয়গঞ্জ, বন্দর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লার সকল স্কুল কলেজে গিয়ে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করিয়ে যার যার পছন্দ মত বই পড়তে দিবেন। যাকে বলা যায় ভ্রাম্যমান লাইব্রেরি। তাহলে বছর জুড়েই নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা বই মেলা উপভোগ করতে পারবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা বলেন, বাংলাদেশের অর্থনীতির চাকা যেভাবে ঘুরছে এভাবে চলতে থাকলে আমরা অবশ্যই ভিশন ২০২১ এর লক্ষ্যে যথা সময়ে পৌছে যাবো। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ২০৪১ সালকে ঘিরে যে লক্ষ্যে নির্ধারণ করেছেন সেখানে আমরা পৌছাতে পারবো না। সেখানে পৌছাতে গেলে আমাদের মানবতার বিকাশ ঘটাতে হবে। আর মানবতা বিকাশ ঘটাতে হলে আমাদের মানবতার চর্চার করতে হবে। সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে আমরা মানবতা, মানবাধিকার চর্চা করে নিজেদেরকে সমাজের উচু স্থানে পৌছানোর চেষ্টা করবো।
জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও প্রকাশক খান মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) ছরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গাউছুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল, সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, সোনারগাঁও থানা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভুইয়া, সরকারী তোলারাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শিরিন বেগম প্রমুখ।