নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মদনগঞ্জে বসুন্ধরার জাহাজ আনাগোনার জন্য বালু খননের নাম করে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী অঞ্চল কেটে সাবাড় করার ঘটনায় ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিপূর্ণতারস্থল পরিদর্শণ করেছে প্রধাণমন্ত্রী’র সামাজিক বিষয়ক একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল। মুহাম্মদ আব্দুল কাদির খানের নেতৃত্বে ৪সদস্যের ওই প্রতিনিধি দলটি মদনগঞ্জ শান্তিরচর,মদনগঞ্জ বসুন্ধরা লঞ্চঘাটসহ আরো বেশ কয়েকটি স্থান পরিদর্শণ করেন। সূত্র মতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অর্থপিপাষু সাগর বসুন্ধরা গ্রুপের সঙ্গে আঁতাত করে ওই প্রতিষ্ঠানের নিজস্ব সম্পত্তি খননের নাম করে ভয়ংকর এ চক্রটি প্রকাশ্যে দিবালোকে বিআইডব্লিউটিএ’র শত শত এক সম্পত্তি কেটে সাবাড় করে দিচ্ছে। নিজস্ব সম্পত্তি খননের নামে সাগর বাহিনী কেবল রকারি সম্পত্তি কেটেই সাবাড় করছেনা অবৈধভাবে বালি মাটি কেটে নেওয়ার কারণে বর্তমানে ওই সম্পত্তির উপরে থাকা সরকারিভাবে সাঁটানো ৩৩ হাজার ভোল্টেজের পাহাড় সমেত বৈদ্যুতিক খুঁটিটি যেন নড়বড়ে হয়ে পড়েছে। যে কোন মুহুর্তে এটি ধ্বসে নদীগর্ভে বিলীন হয়ে জান মালের মারাতœক ক্ষতিসহ জাতীয় গ্রীডে বিদ্যু সাপ্লাইয়ের মহা বিপর্যয় সৃষ্টির আশংকা করা হচ্ছে। এর আগেরও বিগত ২বছর পূর্বে সাগর বাহিনী একই কায়দায় বালু কাটার সময় তৎসময়কার সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের নির্দেশে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ তাৎক্ষনিকভাবে ব সাগরের বালুদস্যূতার কারবার উচ্ছেদ করে দেয়। সে সময় এ কারণে এলাকাবাসী সাংসদ নাসিম ওসমানকে সাধুবাদ জানায়। কিন্তু নাসিম ওসমানের মৃত্যুর ২ বছর পর কাউন্সিলর সাগর সুযোগে সদ্ব্যবহার করতে ফের সে বালুদস্যতার মাধ্যমে মদনগঞ্জ শান্তিনগরবাসীর প্রাণের চর ধ্বংসের পাঁয়তারায় লিপ্ত রয়েছে। অন্যদিকে এ কারণে নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমানের নীপল্লী’র স্বপ্নেও কিছুটা বাধা সৃষ্টির আশংকা করা হচ্ছে। মদনগঞ্জের আপামর জনসাধারণ কাউন্সিলর সাগরের অব্যাহত অপকর্মের বিরুদ্ধে তদন্তপূর্বক কার্যকরি ব্যবস্থা গ্রহণের জন্য জোরদাবি জানিয়েছে।