নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের সাংসদ ভ্রাতৃত্বদ্বয়ের মাতা প্রয়াত ভাষা সৈনিক নারী সমাজের অগ্রদূত বেগম নাগিনা জোহা স্মরণে সোমবার বাদ আছর বন্দর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। পুরান বন্দরস্থ জনতা ক্লাব প্রাঙ্গণে আয়োজিত দোয়ার মাহফিলে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোঃ আবুল জাহের। বন্দর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ সাহাবুদ্দিন সাবা’র সভাপতিত্বে দোয়ার মাহফিল অনুষ্ঠানে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা তরুন পার্টির সভাপতি মাঈনুদ্দিন মানু,জাতীয় পার্টির নেতা মোঃ শাহজাহান মোল্লা,স্থানীয় সমাজ সেবক হাজী মোঃ সেলিম মোঃ খাজা হোসেন প্রধাণ,ইদ্রিস মেম্বার,সিরাজ মেম্বার,বন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বারপ্রার্থী মোঃ রহমতউল্লাহ মোঃ ফরিদ হোসেন,মোঃ শরীফ মোল্লা,চান শরীফ প্রধাণ চান্দু,গোলজার হোসেন,মোঃ আনিছ,মোঃ মেহেবুব,মোঃ ইউনূছ,মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। দোয়ার মাহফিলপূর্বক সভায় আলহাজ্ব আবুল জাহের বলেন,বেগম নাগিনা জোহা ছিলেন নারায়ণগঞ্জের নারী সমাজের অহংকার। নারায়ণগঞ্জের আমূল পরিবর্তণে তার সুশিক্ষায় গড়ে তোলা ওসমান ভ্রাতৃত্বদ্বয়ের অবদান অনস্বীকার্য। আমরা মহান ও মহীয়ঁষী নারী বেগম নাগিনা জোহা’র বিদেহী রুহের মাগফেরাত কামনা করি।