বিজয় বার্তা ২৪
বৃষ্টিতে ভিজে ভিজে
হল একসার
বহুদিন পর ভেজা
হৃদয় আমার
কেঁদে কেঁদে নিঃশেষ
দুচোখ আকাশ
তোমাকে জড়িয়ে ধরে
বৃষ্টি বিলাস
চমকে বিজলী আলো
মেঘ গুড়গুড়
অঝোর বরষা ঝরে
বেদনা বিধুর
টুপ টাপ ফোটা-ফোটা
ঝিরিঝিরি জল
মুখেতে কথা নাই
চোখ টলমল।