স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
হাতে পায়ে গাছের মত শেকড় গজানো বিরল রোগে আক্রান্ত বৃক্ষ মানব আবুল বাজনদারের হাতে সফল অস্ত্রোপচার হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আবুলের ডান হাতের বুড়ো আঙ্গুল ও তর্জনীতে অস্ত্রোপচার করা হয়।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক আবুল কালামের নেতৃত্বে ৬ জন চিকিৎসক এ অস্ত্রোপচার করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কো-অর্ডিনেটর ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আবুল বাজনদার এখন সুস্থ আছেন। তিন সপ্তাহ পর আমরা তার বাম হাতেও অস্ত্রোপচার করব। এরপর ক্রমান্বয়ে তার দুই পায়েও অস্ত্রোপচার করা হবে।’
আবুলের হাতের আঁচিলের কিছু নমুনা পরীক্ষার জন্য ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
খুলনার পাইকগাছার আবুল বাজদার (২৬) গত কয়েক বছর ধরে হাতে পায়ে গাছের মতো শেকড় গজানোর বিরল রোগে আক্রান্ত। খুলনার চিকিৎসকদের উদ্যোগে আবুলের মা ও বোন গত ৩০ জানুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করিয়েছেন। আবুল এখন ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ৫১৫ নাম্বার কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গত ৪ ফেব্রুয়ারি ঢামেক হাসপাতালে আবুলকে দেখতে এসে জানান, সরকার তার সকল চিকিৎসার খরচ বহন করবে।