বিজয় বার্তা ২৪ ডট কম
কেউ তাদের দেশে খেলতে যায় না। দুঃখের শেষ নেই পাকিস্তানের। আন্তর্জাতিক ক্রিকেট দলকে পাকিস্তানে নিতে সেদেশের ক্রিকেট বোর্ড কতো চেষ্টাই না করে কোনোকিছুতে তেমন কাজ হয় না। তবে চেষ্টা থামানো চলবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবার বুলেটপ্রুফ বাস কিনলো। উদ্দেশ্য পাকিস্তান সফরে যাওয়া আন্তর্জাতিক দলগুলোর খেলোয়াড়দের বাড়তি নিরাপত্তা দেওয়া।
শেষবার পাকিস্তান সফরে গেছে জিম্বাবুয়ে। সেটি ২০১৫ সালের মে মাসে। ২০০৯ এর মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলা হয়। ৫ জন লঙ্কান ক্রিকেটার আহত হন। ৬ জন নিরাপত্তাকর্মী ও ২ জন সাধারণ মানুষ নিহত হন। এরপর পাকিস্তানে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে কেউ যায় না। সংযুক্ত আরব আমিরাতে হোম সিরিজ খেলে পাকিস্তান দল।
কিন্তু আন্তর্জাতিক দলগুলোকে পাকিস্তানে নেওয়ার চেষ্টা ধরে রেখেছে পিসিবি। পিসিবির একজন মুখপাত্র এবার গাড়ি কেনার বিষয়টি জানিয়ে বললেন, আমরা চারটি কোস্টার বাস কিনেছি। এটা এই দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চেষ্টার অংশ। যারা পাকিস্তান সফর করতে চায় তাদের প্রত্যাশা বেশি থাকবে। আমরা সম্ভাব্য সবকিছু করতে চাই। এই বুলেটপ্রুফ গাড়ির কারণে দলগুলোকে প্রভাবিত করা সহজ হবে।
সফরকারী দলগুলোকে নিরাপত্তা দেয় পাকিস্তান সরকার। পিসিবির এই বুলেটপ্রুফ গাড়ি তাতে বাড়তি সহায়তা হিসেবে কাজ করবে। ২০১২ সালে তখন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ বুলেটপ্রুফ গাড়ির আইডিয়া আনেন। তখন বোর্ডের মিটিংয়ে তা পাশ হয়। কিন্তু পিসিবিতে নেতৃত্ব বদলের কারণে গাড়ি কিনতে দেরী হয়েছে।