নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
রাজনীতিতে শেষ বলে কোন কথা নেই তা ফলপ্রস্যূ করলেন বন্দরের কালাম বলয় বিএনপি’র সভাপতি বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল। শনিবার তৈমুর আলম খন্দকার শিবিরের ৪ প্রার্থীকে দলীয় প্রার্থী হিসেবে হাই কমান্ড ঘোষণা দিলেও রোববার সকালে ৪ প্রার্থীর মধ্যে কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে কালাম পন্থী মহিউদ্দিন শিশিরকে ঘোষণা দেয়ায় তৈমুর পন্থীদের রাজণৈনতিক আকাশে যেন দূর্যোগের ঘনঘটা দেখা দিয়েছে। হতাশায় দিন কাটাচ্ছে তৈমুর পন্থী প্রার্থী বুলবুল আহমেদ। শেষ অবধি প্রার্থীদের দলীয় প্রতীক বরাদ্ধে ব্যার্থ হওয়ায় বন্দরে বিএনপি’র রাজনীতি থেকে অনেকটা ছিঁটকে পড়বেন হাজী নূরউদ্দিন। এই নির্বাচনের উপরই নির্ভর করছে তাদের দলীয় প্রভাব এবং গ্রহণযোগ্যতা। জনমত জরিপে বন্দরের ৫টি ইউনিয়নের মধ্যে কলাগাছিয়া ইউনিয়নে কালাম-মুকুল গ্রুপের মহিউদ্দিন শিশিরের অবস্থান অনেকটা সুসংহত রয়েছে। বিপরীতে তৈমুর বলয়ের বুলবুল আহমেদ আশানুরুপ ফলাফল করতে পারবে কিনা সে ব্যাপারে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। কলাগাছিয়ার ভোটারদের অনেকের মতে,শিশির বুলবুলের চাইতে দ্বিগুন ভোট সংগ্রহে সক্ষম হবেন। কেন্দ্রীয় নেতা হিসেবে দলের কোন্দল মিটানো এবারের নির্বাচনই ছিল তৈমুর আলমের মোক্ষম সময়। অন্যান্য ইউনিয়নে যাই হোকনা কেন অন্ততঃ কলাগাছিয়া ইউনিয়নে বিএনপি’র প্রার্থী হিসেবে মহিউদ্দিন শিশিরকে মনোনয়ন দেয়ায় আওয়ামীলীগ-জাতীয় পার্টির অপরাপর হেভিওয়েট প্রার্থীর সঙ্গে লড়াই হবে হাড্ডাহাড্ডি।