বিজয় বার্তা ২৪ ডট কম
শুক্রবার (২৯শে জুলাই) বিকাল সাড়ে ৩টায় আলি আহাম্মদ চুনকা সিটি পাঠাগার বুদ্ধিজীবী ও বিশিষ্ট জনদের সাথে আহলে্ সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটি’র মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা আহলে্ সুন্নাত ওয়াল জামা’আত এর সভাপতি মুফতি মুহাম্মদ আলী আকবর এর সভাপতিত্বে আলহাজ্ব মুহাম্মদ আফজাল হোসাইন এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে আহলে্ সুন্নাতওয়াল জামা’আত সমন্বয় কেন্দ্রীয় কমিটির প্রধান এম এ মতিন ও প্রধান বক্তা বাংলাদেশ ইসলামী ফন্ট এর প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত আলহাজ্ব মুহাম্মদ হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন হামিদী , মুহাম্মদ হোসাইন, এইচ এম সহিদুললাহ , মুহাম্মদ নুরুউল্লাহ রায়হান, মুহাম্মদ এমরান হোসেন তুষার, মাওলানা মুহাম্মদ আমিনুল হক রিপন, হাফেজ মাওলানা মুহাম্মদ আউব আলী, মুহাম্মদ আবদুল হাকিম, হাফেজ মাওলানা মিজানুর রহমান খোকন, মাওলানা মুহাম্মদ বদরুল আলম, মাওলানা আবু নাসের মুহাম্মদ মুসা, মাওলানা মুহাম্মদ তামিম বিল্লাহ, মুফতি মুহাম্মদ আব্বাস উদ্দিন, মাওলানা মুহাম্মদ মিরাজ, মাওলানা মুহাম্মদ হাসান প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মতিন বলেন, সংখ্যা ঘরিষ্ট মুসলমানদের এদেশে ওলামা পীর মাশায়েখগন মসজিদে, মাদ্রাসা, দরবার, খানকায় ও বিভিন্ন স্থানে পৃথক ভাবে সুন্নিয়তের কাজ করেও দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হচ্ছে না বিধায় সুন্নিদের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করা আজ সময়ের দাবিতে পরিনত হয়েছে ।
তিনি বলেন, ইসলামের মূলধারা সুন্নিয়াত ও সুফিভাবধারার চরম শত্রু জঙ্গীবাদ এখন বাংলাদেশে তার ভয়াবহতা আন্তর্জাতিক রুপ নিয়ে আবির্ভূত হচ্ছে। যা বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমরা সুন্নি সুফী চিন্তাধারার অনুসারীদের জন্য এক মহা আতঙ্ক ও হুমকি স্বরূপ। এমন একটি ভয়াবহ দূর্যোগ মোকাবেলা করে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে আজ দরবার সুন্নি সুফী জনতার যুগোপযোগী কর্মসূচির মাধ্যমে সুন্নিয়তের এক মহা জাগরণ । কাঙ্খিত সে মহা জাগরণের ধ্বনি জাতীয়ভাবে তুলে ধরতে হলে, আজ প্রয়োজন একটি দেশ কাঁপানো রাজনীতি ভিত্তিক শো ডাউন। তাই আগামী ১২ই নভেম্বর ঐতিহাসিক ঢাকা সোহরাওয়াদী উদ্যানে মহাসমাবেশে উপস্থিত হয়ে প্রমাণ করতে হবে সুন্নিরাই এদেশের সংখ্যা ঘরিষ্ট , সুন্নিরাই সেরা ।
সভা শেষে মিলাত ও কেয়ামের পর মোনাজাত পরিচালনা করেন পীরে তরিকত আলহাজ্ব মুহাম্মদ জামাল উদ্দিন মমিন ।