বিজয় বার্তা ২৪ ডেস্ক
সোনার গাঁও থানার ফতেপুর গ্রামের কৃতী সন্তান, মহান স্বাধীনতা যুদ্ধে নির্ভীক আপোষহীন বীর মুক্তিযোদ্ধা ও ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্যতম উদ্যোক্তা। পাক্ষিক পুরাতন পাতার সম্পাদক কবি কথা সাহিত্যিক রমজান বিন মোজাম্মেলের পিতা মীর মোজাম্মেল হকের ১২ তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে মীর মোজাম্মেল হকের পরিবারের পক্ষ থেকে ১৬/১,রসুলবাগ, ইসদাইর, ফতুল্লা, মরহুমের বাসায়মহলে কুরআন খানি ও মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া সোনার গাঁয়ের ফতেপুর এবং ইসলামপুর অবস্থিত জামে মসজিদ বাদ আসর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। এরপর মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন পরিবারের সদস্যও পিপল শিশু সংসদ সহ বিভন্ন সংগঠন । -প্রেস বিজ্ঞপ্তি