বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বি.আই.পি.)’র প্রতিনিধিদল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
অদ্য ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার নগরভবনে তার সাথে এই সৌজন্য স্বাক্ষাত করেন।
এসময় বি আই পি এর সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন, সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান সহ অন্যান্য পরিকল্পনাবিদবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ মঈনুল ইসলাম, পরিকলপনাবিদ দীপক ভৌমিক উপস্থিত ছিলেন।
নারায়নগঞ্জ নগরীর সামগ্রিক উন্নয়ন, পরিকল্পনার সমসাময়িক বিভিন্ন বিষয়, গনপরিসর, জলবান্ধব পরিকল্পনা প্রণয়ন এবং করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সামগ্রিকভাবে নারায়নগঞ্জ নগর ও জনগনের টেকসই উন্নয়নের জন্য গৃহীত কর্ম্পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিআইপি সর্বাত্নক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়াও আন্তর্জাতিক নারী দিবস ২০২২ এর শুভলগ্নে নগর উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর পক্ষ থেকে মাননীয় মেয়র মহোদয় কে বিশেষ সম্মাননায় ভূষিত করবার জন্য আমন্ত্রণ জানানো হয়।