বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
বিয়ে করলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। আজ মঙ্গলবার সন্ধ্যায় (২৪ মে) নগরীর উত্তরায় নিজ বাসায় মাহির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। পাত্র সিলেটের কদমতলীর ব্যবসায়ী পারভেজ মোহাম্মদ অপু।
জানা গেছে, গত ১২ মে গোপনে মাহি ও অপুর বাগদান সম্পন্ন হয়। অনেকদিন ধরে তাদের মধ্যে সম্পর্ক থাকলেও পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে। ২৫ মে বুধবার, উত্তরায় একটি রেস্টুরেন্টে স্বামীকে নিয়ে সাংবাদিকদের বিয়ের কথা আনুষ্ঠানিকভাবে জানাবেন মাহি। এরপর আগামী ২৪ জুলাই সিলেটে ওয়ালিমা (বৌ-ভাত) সম্পন্ন হবে।
২০১২ সালে শাহীন সুমন পরিচালিত ভালোবাসার রং সিনেমার মধ্য দিয়ে সিনেমা জগতে পা রাখেন মাহিয়া মাহি। এরপর অন্যরকম ভালোবাসা, পোড়ামন, ভালোবাসা আজকাল, তবুও ভালোবাসি, কী দারুণ দেখতে, অগ্নি, দবির সাহেবের সংসার, অনেক সাধের ময়না, হানিমুন, দেশা দ্য লিডার, রোমিও বনাম জুলিয়েট, বিগ ব্রাদার, ওয়ার্নিং, অগ্নি-টু, কৃষ্ণপক্ষ এবং অনেক দামে কেনা সিনেমায় দেখা যায় তাকে।