বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় দ্রুতগামী শাহ সিমেন্টের কাভার্ড ভ্যানের চাপায় মিশুক চালক নিহত হয়েছেন। এসময় মিশুকে থাকা তিনজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার শিল্পনগরী বিসিক এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত মিশুক চালক সালাউদ্দিন (২২) বরিশাল জেলার দরিরচর খাজুরিয়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। ফতুল্লার মুসলিমনগর ভোলাইল মরা খাল এলাকায় বসবাস করতেন। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের বিসিক এলাকায় শাহ সিমেন্টের কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-উ-১১২৪০৮) বেপোরোয়াভাবে দ্রুতগতিতে চালিয়ে যাওয়ার সময় উল্টে ঘটনাস্থলে মিশুক চালক নিহত হয়েছে। এসময় মিশুকে থাকা চালকের পরিবারের আরো তিন সদস্য গুরুত্বর আহত হয়। প্রথমে তাদের উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সময় শাহ সিমেন্টের গাড়ি রেখে ঘাতক চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়।
ঘটনাস্থলে আসা ফতুল্লা মডেল এসআই আজিজ বলেন, সিমেন্ট বোঝাই শাহ সিমেন্টের দ্রুত গতিতে চলা গাড়িতে পঞ্চবটি দিয়ে ঢাকা যাওয়ার পথে বিসিক এলাকায় উল্টে পরে যায়। এসময় মিশুক গাড়ির উপর পরলে মিশুকের চালক নিহত হয় ও তার পরিবারের ৩ সদস্য হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার পরে ঘটনাস্থল থেকে গাড়ির চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।