বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার বিসিকে পাইলিং করতে গিয়ে দুর্ঘটনা কবলিত হয়ে নির্মান শ্রমিক শরিফুল ইসলাম নিহত হয়েছে। গতকাল রোববার দুপুরে ফকিরা এ্যপারেলসের ভবন নির্মানের সময় এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহতের ভাই উজ্জল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
এসআই মজিবুর রহমান জানান,বিসিকে ফকিরা এ্যাপারেলসের ভবন নির্মানের জন্যে পাইলিংয়ের কাজ করছিল মোল্লা পাইলিং কর্তৃপক্ষ। হঠাৎ পাইলিং এর রড কর্মরত নির্মান শ্রমিক শরীফুলের শরীরে ঢুকে যায়। এতে আঘাতপ্রাপ্ত হয়ে সে মারা যায়। এ ঘটনায় তার ভাই অপমৃত্যু মামলা দায়ের করেছে। নিহত শরীফুল গাইবান্ধা জেলার পাঠানডাঙ্গা এলাকার মৃত আকবর আলীর ছেলে।