বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ’র ফতুল্লায় একটি রপ্তানীমুখি গার্মেন্টের নিরাপত্তা প্রহরির রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) সকালে ফতুল্লা থানাধীন বিবিক শিল্পনগরিতে অবস্থিত অটোমোশন নীটওয়্যার গার্মেন্টে এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, ফতুল্লা থানাধীন বিসিকে অবস্থিত (বি-২০৪ ও ২০৫) নং প্লটে থাকা অটোমোশন নীট গার্মেন্টে কর্মরতবাস্থায় মো: জাহাঙ্গীর নামের এক নিরাপত্তা কর্মির রহস্যজনক ভাবে মৃত্যু ঘটে। সকালে তিনি স্বাভাবিক ভাবে নিরাপত্তার কাজ করছিলেন। হঠাৎ তার পানির পিপাসা লাগলে তিনি ওই গার্মেন্টের পানি পান করেন। পানি পান করার সাথে ওই নিরাপত্তা কর্মির মাটিতে লুটিয়ে পরার সাথে সাথে তার মৃত্যু ঘটে। বিষয়টি গার্মেন্টের মালিক মো: এমদাদুল হক ধামাচাঁপা দিতে মৃতের স্বজনদের ফোন করে ডেকে এনে তরিঘরি করে লাশটি নিয়ে যেতে বলে। পরে পুলিশের এসবির লোকের সামনেই লাশটি কোন প্রকার ময়না তদন্ত ছাড়াই নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার কেশবকাঠি গ্রামে পাঠিয়ে দেয়।
এ বিষয়ে নিহতের স্বজনেরা জানায়, জাহাঙ্গীর সিকদার সুস্থ্য ও স্বাভাবিক ভাবেই দায়ীত্ব পালন করছিল। কিন্তু আমাদের কাছে গার্মেন্টস থেকে ফোন দিয়ে বলে জাহাঙ্গীরের শারীরীক অবস্থা ভাল না। খবর পেয়ে ওই গার্মেন্টে গিয়ে দেখা যায় সে মারা গেছে। তারাতারি করে লাশ নিয়ে যেতে বলেন মালিক এমদাদুল হক। তারা আরও জানান, কিভাবে মৃত্যু হয়েছে জানতে চাইলে তারা বলে পানি খাওয়ার পরে হঠাৎ পরে গিয়ে মারা গেছে। হয়তবা স্টোক করতে এমন কথাও বলে ওই গার্মেন্টস মালিক। আমাদেরকে হুমকি দিয়ে লাশ নিয়ে চলে যেতে বলে। একারনে আমরা লাশ নিয়ে চলে যেতে বাধ্য হই।
ঘটনার সত্যতা জানতে অটোমোশন গার্মেন্টের মালিক এমদাদুল হক’কে টেলীফোনে (০২-৭৬৭০৫০৬,০২৭৬৭০৫০৭) নাম্বারে একাধীকবার ফোন করে লাইন পাওয়া সম্বব হয়নি।