নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমান বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ আজ এগিয়ে যাচ্ছে, যে ক’টি দেশ এগিয়ে যাচ্ছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। আর তোমরাই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। এভাবে এগিয়ে গেলে আগামী ২০৪০ সালের মধ্যে আমাদের এই দেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
বৃহস্পতিবার সকালে গর্ভনমেন্ট গার্লস স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা একটি সুন্দর দেশ গড়তে চাই, এ জন্য প্রয়োজন সকলের সহযোগীতা। যদি আমরা সবাই একত্রিত হয়ে কাজ করি তাহলে নিশ্চই নারায়ণগঞ্জকে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে পারবো। আজ এখানে আমরা মিলিত হয়েছি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে। এখানে যারা নবীন আছো তোমরাই দেশের ভবিষ্যত, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাদের।
এসময় তিনি শিক্ষার্থীদের সমস্যার কথা শোনেন এবং তিনি বলেন, আমাদের নারাণগঞ্জে অনেক সমস্যা আছে, তোমরা যে সকল সমস্যার কথা বলেছ তা মূলত সমাধান করবে সিটি কর্পোরেশন। কিন্তু তোমরা আমার কাছে তোমাদের সমস্যার কথা বলেছ তা অবশ্যই সমাধান করা হবে।
তিনি আরো বলেন, আমাদের নারায়ণগঞ্জে মাদক, ইভটিজিং এর সমস্যা একটু বেশী। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি তোমাদের কেউ টিজ করে তাহলে প্রথমে তাকে সাবধান করবে। এতে যদি সে ফিরে যায় তাহলে ভালো, না হয় তোমরা দল বেধে তাকে সেন্ডেল দিয়ে পিটাবে। রাস্তার যে সমস্যা আছে তা খুব দ্রুত সমাধান করা হবে। চাষাড়া থেকে পাগলা পর্যন্ত রাস্তা কার্পেটিং ও শহর থেকে ময়লা দূর করা হবে।
তিনি আরো বলেন, নতুন ভবনের নিচতলায় মুক্তিযোদ্ধা কর্ণার করা হয়েছে। মুক্তিযুদ্ধ না হলে আজ আমরা একটি স্বাধীন দেশ পেতাম না। যারা মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন। তাই মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো। মানুষকে ভালোবেসে আল্লাহকে খুশি করো।