স্টাফরিপোর্টার,বিজয় বার্তা ২৪
৯ দিনের টানা কর্মবিরতি পালন করে সরকারকে বেঁধে দেয়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সময়সীমা শেষ হচ্ছে বুধবার। আগামীকাল বৃহস্পতিবার শিক্ষকরা তাদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি জানাবেন।
এদিকে সরকার প্রত্যেক পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে একজন করে অধ্যাপককে সুপার গ্রেড বা সিনিয়র সচিবের পদমর্যাদা দেয়ার কথা ভাবছে।
তবে শিক্ষকদের দাবি, সিনিয়রিটির ভিত্তিতে অন্তত ৫ শতাংশ অধ্যাপককে পদোন্নতি প্রদান।
মর্যাদা ও বেতন প্রশ্নে বিভিন্ন পর্যায়ে আন্দোলনের পর গত ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করেন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
এরপর গত ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী গণভবনে পিঠা উৎসবে ডেকে শিক্ষক ফেডারেশনের নেতাদের সঙ্গে আলোচনা করেন। শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব জমা দেন। তারপর থেকেই তাদের সঙ্গে সরকারের আলোচনা চলেছে।