বিজয় বার্তা ২৪ ডট কম
প্রতিটি বিভাগীয় শহরে সদরদপ্তর একই ডিজাইনে তৈরি করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কথা জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, কিছু কিছু বিভাগে জায়গার সংকুলন নাও থাকতে পারে, তাই সব সদরদপ্তর একই রকম নাও হতে পারে। তবে মোটামুটিভাবে যাতে একই রকম দেখায়, সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
মুস্তফা কামাল বলেন, আজকের সভায় প্রধানমন্ত্রী রংপুর বিভাগীয় সদরদপ্তর নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছেন। এটি ১০ তলার ভবন নির্মাণ করা হবে। বিভাগে যতগুলো অফিস আছে, সবগুলোকে এর আওতায় নিয়ে আসা হবে।
মন্ত্রী বলেন, এই ভবনের ১০ তলায় একটি অডিটোরিয়াম করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তা নিষেধ করেছেন। কখনো যদি দুর্ঘটনা ঘটে তাহলে ১০ তলা থেকে নামতে সমস্যা হবে। এই অডিটোরিয়ামটি গ্রাউন্ড ফ্লোরে করা হবে।