বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নং প্যানেল মেয়র পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু। সোমবার দুপুরে নগর ভবনে মেয়র সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে নাসিকের ৪র্থ মাসিক সভায় এই প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্যানেল মেয়র নির্বাচনে ৩ পদে প্রার্থী ছিল ৯ জন। দুইজন সাধারণ আসন ও একজন সংরক্ষিত মহিলা আসন। নাসিকের ২৭ টি ওয়ার্ডে মোট ভোটার ছিল ৩৬ জন। আজ নির্বাচনে ২ জন ভোটার অনুপস্থিত ছিলেন। বাকি ৩৪ জন কাউন্সিলর ভোটারের উপস্থিতিতে ভোট প্রদান সম্পন্ন হয়।
১ নং প্যানেল মেয়র পদে ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ২০ ভোট পেয়ে জয়যুক্ত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন পেয়েছেন ১০ ভোট ও সংরক্ষিত ১৬,১৭ ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর আফসানা আফরোজা বিভা হাসান ৪ ভোট পেয়ে পরাজিত হয়।
নির্বাচিত হয়ে আব্দুল করিম বাবু বলেন, সর্ব প্রথমে আল্লাহ দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি। ১৭ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে মাননীয় এমপি সেলিম ওসমান ও আমার নেতা মাননীয় এমপি শামীম ওসমানকে অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে মাননীয় মেয়র ও কাউন্সিলবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। যে কাউন্সিলর ভাইয়েরা আমাকে নিস্বার্থভাবে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করেছে। তাদের স্বার্থ আদায় ও অধিকার আদায়ে আমি কাজ করবো। শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। এসময় তিনি সাংবাদিকদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন।