বিজয় বার্তা ২৪ ডট কম
ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর কার্য নির্বাহী কমিটি ২০১৭’এ তানভীর আহম্মেদ (টিটু) নেতৃত্বে মোট ১১ জনের একটি প্যানেল তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রোববার বিকেলে তারা নির্বাচন পরিচালনা বোর্ডের উপস্থিতিতে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় রোববার রাত ৮টা পর্যন্ত আর কোন প্রার্র্থী তাদের মনোনয়ন পত্র জমা না দেওয়া অনেকটা বিনাপ্রতিদ্ধ›দ্ধীতায় নির্বাচিত হতে যাচ্ছেন মনোয়নপত্র জমা দানকারী প্রার্থীরা!
মনোনয়ন পত্র জমা দেওয়া প্যানেলটির সমর্থক হিসেবে রয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও ক্লাবের সাবেক সভাপতি সেলিম ওসমান। আর প্রস্তাবক হিসেবে রয়েছেন এফবিসিসিআই এর সাবেক সহ সভাপতি মোহাম্মদ আলী। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ৪ ডিসেম্বর রোববার রাত ৮টা পর্যন্ত। এ রির্পোট লেখা সময় রাত ৮টা পর্যন্ত আর কোন প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেওয়ার খবর পাওয়া যায়নি।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্র জানায়, আগামী ১৩ ডিসেম্বর রাত ৮টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং আগামী ২৫ ডিসেম্বর ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্যানেলের সভাপতি পদ প্রার্থী হিসেবে রয়েছেন তানভীর আহম্মেদ টিটু, সিনিয়র সহ সভাপতি পদ পদপ্রার্থী ডাক্তার এ.কে.এম শফিউল আলম ফেরদৌস এবং সহ সভাপতি হিসেবে রয়েছে মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার। এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো: মাহফুজুর রহমান খান, মো: রাশিদুজ্জামান(জামান), খাজা এবদুল হক (টিপু), মোফাজ্জল হোসেন মিন্টু, রেজা খালিদ, বিপ্লব কুমার সাহা, হোসেন মোহাম্মদ তানিম তাওহিদ, ও মঈনুল হাসান।
মনোনয়ন পত্র জমাদান কালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, এফবিসিসিআই এর সাবেক সহ সভাপতি মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি মাহমুদ হোসেন, খবির উদ্দিন আহম্মেদ, সহ প্রার্থীরা।
এছাড়াও উপস্থিত নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মঞ্জুরুল হক, সদস্য ডাক্তার শাহ নেওয়ার চৌধুরী, সদস্য হাবিবুর রহমান বাদল, সদস্য শফিফুল ইসলাম, অ্যাডভোকেট এম মাসুদ উর রউফ। মনোনয়ন আপিল বোর্ডে চেয়ারম্যান হিসেবে রয়েছেন রাশেদ সারোযার, মো: জাকির হোসেন, দেওয়ান শফিকুর রহমান।