বিজয় বার্তা ২৪ ডট কম
জেলা ছাত্রদলের নব গঠিত কমিটির উপর ভুলতা গাউছিয়ায় বিদ্রোহীদের হামলায় আহত হয়েছেন কয়েকজন ছাত্রদলের নেতাকর্মী।
বুধবার দুপুরে দিকে উপজেলার ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ ঘটনা
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল এর বিক্ষোভ কর্মসুচি ছিলো সেই সুবাদে নেতাকর্মীরা বাসে করে নারায়ণগঞ্জ এর উদ্যেশ্যে রওনা দেয় সেই সময় ছাত্রদলের বিদ্রোহী গ্রুপ হামলা চালায় নেতাকর্মীদের উপর এতে অনেক নেতাকর্মী আহত হয়।
বিদ্রোহী ছাত্রদল নেতাকর্মীরা দাবী করেন দিপু ভুইয়া টাকার কাছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ একটি ভুয়া ছাত্রদল কমিটি তৈরী করে যারা বিগত সময় কোন আন্দোলন সংগ্রাম করেনাই তাদের কে কমিটির রাখা হয়েছে অথচ আমরা মামলা হামলা খেলাম জেল খাটলাম আমাদের কে বাদ দিয়ে টাকার কাছে ভুয়া কমিটি প্রধান করা হয়েছে। আমরা তারেক রহমান এর কাছে দাবী করছি এই ভুয়া কমিটি বাদ দিয়ে তৃনমুল দের দিয়ে কমিটি করুন নাইলে রাজপথে আন্দোলন সংগ্রাম এ কাউকে খুজে পাওয়া যাবেনা।
নতুন কমিটির সভাপতি নাহিদ হাসান ভুইয়া নাহিদ বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে আমার লোকজনের উপর হামলা চালিয়ে আহত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অপমান করা হয়েছে। এর উপযুক্ত বিচার না হলে আমরা ছাড় দেব না।
হামলার কথা স্বীকার করে পদবঞ্চিত নেতা মাসুদুর রহমান মাসুদ বলেন, বিএনপির দুঃসময়ে আমরা হাল ধরেছি। রাজপথে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অব্যাহত রেখেছি। বিভিন্ন সময়ে আমরা হামলা-মামলার শিকার হয়েছি। পুরো মাস মিথ্যা মামলায় নারায়ণগঞ্জ আদালতে দাঁড়াতে হচ্ছে। যারা আওয়ামী লীগের সঙ্গে আতাত করে চলছে তাদেরকে পদে আনা হয়েছে। আর যারা আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছে তাদের পদবঞ্চিত করা হয়েছে। আমাকেতো ছাড় দেয়নি, আমার পুরো পরিবারের সদস্যরা হামলা-মামলার স্বীকার হয়েছে। দুর্নীতি করে নারায়ণগঞ্জ জেলা কমিটি দেওয়া হয়েছে। এ কমিটি বাতিল করে নতুন করে ত্যাগী ও নির্যাতিতদের দেওয়ার দাবি করছি।
হামলার বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, এমন কোনো ঘটনার কথা শুনিনি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব।