স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদিত বিদ্যুৎ ও পানিসংক্রান্ত প্রকল্পগুলো কম সময়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব প্রকল্পের প্রস্তাবনা (ডিপিপি) তৈরির সময়ও বিষয়টি মাথায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে বিদ্যুতের লাইনে কোনো সমস্যা হলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে।
প্রধানমন্ত্রী এ সময় দেশের কৃষি খাতের উন্নয়ন নিয়ে বিদেশিদের মনোভাব তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি যখন বাইরের দেশগুলোতে যাই, তারা আমাদের কৃষি খাতের উন্নয়নের পেছনের কারণ জানতে চায়। আমাদের কৃষির উন্নয়ন তাদের কাছে প্রশংসিত একটি খাত। এ জন্য আমাদের কৃষি খাতে আরো গবেষণা বাড়াতে হবে।
দেশে যেসব কৃষি গবেষণাগার রয়েছে, সেগুলোতে নতুন নতুন কর্মসূচি গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যাতে বাইরের গবেষকেরা এসব প্রতিষ্ঠানে গবেষণা করতে পারেন। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে বাইরের গবেষকেরা যাতে শিক্ষা নিতে পারেন, সে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেন।