নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
রবিবার বিকেলে দেওভোগ ভূইয়ারভাগ এলাকায় শিক্ষা মন্ত্রনালয়ের আর্থিক অনুদানে বিদ্যা নিকেতন হাই স্কুলের নতুন তিন তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যা নিকেতন হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি কাশেম হুমায়ন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম, শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকোশলী আনোয়ার হোসেন, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আকছীর, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল সামাদ, বিদ্যা নিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সাহা, পরিচালনা পর্ষদের সদস্য শাহনাজ বেগম, মনির হোসেন, ইঞ্জিনিয়ার সাদেকুর ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ স্কুলের নতুন তিন তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক ও আলোচনা পর্বের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
হেলালুদ্দিন আহমদ বলেন, ২০০৯ সাল থেকে এদেশে শিক্ষা ক্ষেত্রে আমুল পরিবর্তন এসেছে।বছরের প্রথম দিনেই সারাদেশে ৩৩ কোটি বই ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় যা পৃথিবীর আর কোন দেশে নাই।৫ম এবং ৮ম শ্রেনীতে পিএসসি এবং জেএসসি পরীক্ষা পবর্তন করায় ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষকদের মধ্যেও প্রতিযোগীতার সৃষ্টি হয়েছে।কোন স্কুলটা ভালো করছে তা নিয়ে সাধারন মানুষ এখন আরও বেশি সজাগ থাকছে।ব্ল্যাকবোর্ডের পরিবর্তে মাল্টিমিডিয়া ক্লাশরুমে প্রজেক্টরের সাহোয্যে পাঠদান করায় শিক্ষার্থীরা আরো সহজেই মগজে ধারন করতে পারছে।প্রধানমন্ত্রীর মধ্যম আয়ের দেশ ঘোষনার কাজে আজকের ছাত্রছাত্রীদের পড়াশুনায় দক্ষ, বিজ্ঞানমনস্ক এবং প্রযুক্তি নির্ভর হয়ে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।আশা করবো বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ যোগ্য মেধা গঠনে নিবেদিত প্রান হয়ে কাজ করবেন।