বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
গত ৬ মে ২০১৬ কার্লোহ সালেহ প্রযোজিত, অনন্য মামুন পরিচালিত ছবি “অস্তিত্ব” মুক্তি পায় যা বাংলাদেশে ব্যাপক সফলতা এবং প্রশংসা অর্জনের সাথে সাথে বাংলাদেশকে আরো এক ধাপ এগিয়ে নিতে আগামী ২৭শে মে কানাডাতে মুক্তি পেতে যাচ্ছে ‘অস্তিত্ব’।এই প্রথম Cineplex Odeon Eglinton Town Center এ কোন ঢালিউড মুভি রিলিজ পাচ্ছে। সিনেমাটিতে পরিচালক চেষ্টা করেছেন দেশের মানুষ কে অটিস্টিক শিশুদের নিয়ে ম্যাসেজ দেয়ার। আমাদের কারো কারো পরিবারে বিশেষ চাহিদা সম্পন্ন কয়েকজন শিশু জন্মলাভ করে। তারা আমাদের পরিবারেরই অংশ, সমাজের অংশ। কিন্তু তা সত্ত্বেও আমাদের মধ্যে একটা প্রয়াশ থাকে সমাজ থেকে তাদের বিচ্ছিন্ন রাখা। তাদের অস্তিত্ব অস্বীকার করা। এমনি ভাবনা থেকেই সিনেমাটির নাম “অস্তিত্ব” রাখা হয়েছে। এতে অভিনয় করেন- আরিফিন শুভ (ইমতু), নুসরাত ইমরোজ তিশা (পরী),জোভান (পরীর ভাই),সুব্রত (পরীর বাবা),সুচরিতা (পরীর মা),সুজাতা (পরীর দাদী),ডন এবং নিঝুম রুবিনা। সিনেমাতে মোট ৬ টি গান ব্যবহার করা হয়েছে গানের কোরিওগ্রাফিও যথেষ্ট ভাল হয়েছে। কোরিওগ্রাফির জন্য সবচাইতে ভাল লেগেছে “আয়না বলনা” আর “তোকে ছাড়া” শিরোনামের গান দুটি। আর শুভ-তিশার আইটেম সংটির গান এবং পারফর্মেন্স দুই ই ছিল খুব এনার্জিয়েটিক। অনন্য মামুন এর মত ইয়ং এবং ট্যালেন্ট পরিচালকরাই পারে বাংলাদেশের সিনেমার মানকে ফিরিতে আনতে এবং বাংলাদেশকে বিদেশের কাছে পরিচয় করিয়ে দিতে। এটি বাংলাদেশের জন্য রীতিমত গর্বের এবং আনন্দের।