বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহ সভাপতি আমিনুল ইসলাম পলাশকে (৩২) একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলি সহ আটক করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় ফতুল্লা উপজেলা পাগলা উত্তর নন্দলালপুর শাহনাজ বেগমের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আমিনুল ইসলাম পলাশ (৩২) ফতুল্লা উপজেলার পাগলা দেলপাড়া কলেজ রোড এলাকার আবুল হোসেনের ছেলে।
এ বিষয়ে অভিযান পরিচালনাকারী এস আই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে আমরা উত্তর নন্দলালপুর শাহনাজ বেগমের বাড়ির সামনে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম পলাশকে আটক করি। এসময় তার সাথে থাকা একটি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করি। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।