বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ১২ হাজার
পরিবারের মাঝে ৭০ হাজার মাছ বিতরণ করেছেন
সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আবদুল করিম বাবু। শনিবার শহরের পাইকপাড়া এলাকায় অসহায়দের মাঝে এই মাছ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র আব্দুল করিম বাবু ও এস বি গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক তরুন সমাজ সেবক মোঃ রায়হান করিম রিয়েন,
বীরমুক্তিযোদ্ধা মুরাদ হোসেম বাদল, ইকবাল হোসেন ও নান্নু সহ অন্যান্য বীরমুক্তিযোদ্ধাগন।
আব্দুল করিম বাবু জানান, এই মাস হচ্ছে বিজয়ের মাস। তার নিজ এলাকাসহ পাশ্ববর্তী এলাকার লোকজনকে তার ব্যক্তিগত তহবিল থেকে এই মাছ বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান, বাংলা আমার দেশ, বাংলা আমার মাতৃভাষা। বাংলাদেশ এই দিনে বিজয় লাভ করেছে। এই বিজয়ের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতেই আমি প্রতিবছর এই উপহার প্রদান করি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।
যা বর্তমান দৃশ্যমান। তিনি সব সময় এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্য বদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
এর আগে করোনা দূর্যোগ মোকাবেলায় ও বিগত নয় বছর যাবৎ প্রতি ঈদে কাউন্সিলর বাবু তার ওয়ার্ডের প্রতিটি পরিবারকে খাদ্য এবং অর্থ সহায়তা প্রদান করে আসছেন। এর জন্য আব্দুল করিম বাবুকে খাদ্য ফেরিওয়ালা হিসেবে উপাধী দিয়েছে নারায়ণগঞ্জবাসী।