বিজয় বার্তা ২৪ ডট কম
নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ পরিচালনা পর্ষদের ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় একাধিক বিষয়ে সর্ব সম্মতিক্রমে গুরুত্বপূর্ন কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার ১৪আগস্ট বিকেএমইএ এর ঢাকা কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমান এমপি।
সভায় বিকেএমইএ’র আসন্ন নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠনের বিষয়ে সর্ব সম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও চাষাড়ায় বিকেএমই’র বর্তমান নিজস্ব অফিস ভবন নির্মাণ কাজের উন্নয়ন ও চানমারীতে নিজস্ব জমিতে স্টিল অবকাঠামো নির্মাণের বিষয়ে সভায় উপস্থিত নেতৃবৃন্দ আলোচনা করেন। নির্মাণ কাজের নিবিড় তদারকির জন্য পরিচালক শাহাদাত হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক এবং আশিকুর রহমানকে সহ-আহ্বায়ক করে এ সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এছাড়াও বিকেএমইএ প্রধান কার্যালয়ের চতুর্থ তলার কার্যক্রম অতিসত্তর নারায়ণগঞ্জ চেম্বার ভবনে স্থানান্তর করতে একমত পোষণ করেন সভায় উপস্থিত নেতৃবৃন্দ।
পাশাপাশি চট্টগ্রামে বিকেএমইএ কার্যালয়ের ডেকোরেশন ও বর্তমান অবস্থা জানতে আগামী ২৮ আগস্ট চট্টগ্রামে পরিদর্শনে যাওয়ার বিষয়েও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া পরিচালক ফজলে শামীম এসহানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় যে কমিটি বিকেএমইএ’র বার্ষিক সাধারণ সভা ও ইজিএম আয়োজনের জন্য বর্তমান পরিচালনা পর্ষদের (২০১৯-২১) বিগত ২৩ মাসের আয়-ব্যয়ের হিসাব প্রস্তুত করবে। এছাড়াও এই কমিটি বিকেএমইএ’র ব্যয় সংকোচনের জন্য করণীয় বিষয়ে রূপরেখা প্রনয়নে কাজ করবে। বর্তমানের সুতার অস্বাভাবিক ও অস্থিতিশীল মূল্য বৃদ্ধির বিষয়েও সভায় আলোচনা করেন নেতৃবৃন্দ। উল্লেখ ২৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বিকেএমইএ এর ইজিএম ও রাত ৮টায় এজিএম অনুষ্ঠিত হবে। বিকেএমইএ এর প্রধান কার্যালয়ের বিপরীত পাশে সমবায় ব্যাংক ভবনের ৬ষ্ঠ তলার মিলনায়তনে উক্ত সভা দুটি অনুষ্ঠিত হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন দ্বিতীয় সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক মনসুর আহমেদ, আবু আহমেদ সিদ্দিকি, ফজলে শামীম এহসান, মোস্তফা জামাল পাশা, মজিবুর রহমান, আশিকুর রহমান, খন্দকার সাইফুল ইসলাম, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, তারেক আফজাল, শাহাদাত হোসেন ভূঁইয়া, এম আই সিদ্দিক, কবীর হোসেন, নন্দ দুলাল সাহা, রতন কুমার সাহা, ইমরান কাদের তূর্য, আখতার হোসেন অপূর্ব। এছাড়া পরিচালক আহমেদ নূর ফয়সাল ভার্চুয়াল মাধ্যমে সভায় অংশ নেন।