বিজয় বার্তা ২৪ ডট কম
নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ ২০১৭-২০১৯ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করা হয়েছে। বুধবার ২৪ মে রাত ৮টায় ঢাকার হাতিরপুল এলাকায় প্লানেস টাওয়ারে বিকেএমইএ কার্যালয়ে পরিচালনা পর্ষদের নির্বাচ বিষয়ে জরুরি সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়। বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রনিত বাণিজ্য সংগঠন বিধিমালা ১৪(১) ধারা অনুযায়ী উক্ত নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করা হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ভারত চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোহাম্মদ আলীকে নির্বাচন বোর্ডে চেয়ারম্যান এবং এফবিসিসিআই এর পরিচালক ও বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা ও নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ সভাপতি মাহমুদ হোসেনকে সদস্য করে নির্বাচন বোর্ড(২০১৭-২০১৭) গঠন করা হয়।
অপরদিকে বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম সোলায়মানকে চেয়ারম্যান এবং এনসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি ও পরিচালক রাশেদ সারোয়ার এবং নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রউফকে সদস্য করে নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়।
সভায় বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বিকেএমইএ এর সহ সভাপতি(অর্থ) জিএম ফারুক, পরিচালক আবু আহম্মেদ সিদ্দিক, জামাল পাশা, সোহেল সারোয়ার, মজিবর রহমান, শহীদ উদ্দিন আজাদ প্রমুখ।
জরুরি সভা শেষে বিকেএমইএ এর শতাধিক কর্মকর্তাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি একেএম সেলিম ওসমান, বিকেএমইএতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। সেই সাথে বোর্ডের সম্মতিক্রমে ২০১৭ সালে তাদের বাৎসরিক বেতন ৬ শতাংশ হারে বৃদ্ধির ঘোষণা দেন। এতে বিকেএমইএ কর্মকর্তারা সভাপতি ও পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে ক্রম বর্ধমান এই বেতন বৃদ্ধি তাদের কর্মতৎপরতাকে আরো বাড়িয়ে দেবে বলে প্রতিশ্রুতি দেন বিকেএমইএ কর্মকর্তা-কর্মচারীগণ। এছাড়াও বিকেএমইএতে কর্মরত কর্মকর্তাদের দক্ষতার উপর স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান করা হবে। অপরদিকে এইচ আর পলিসি ও গ্রুপ ইন্সুরেন্সের বিষয়টি পরবর্তীতে আলোচনার মাধ্যমে প্রদান করা হবে।
এছাড়াও বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমান বিকেএমইএ এর কর্মকর্তা কর্মচারীদের বিনোদনের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১৫ লাখ টাকা প্রদান করেন।