বিজয় বার্তা ২৪ ডট কম
বিকেএমইএ এর পরিচালনা পর্ষদ নির্বাচন(২০১৭-১৯) নির্বাচনের ২৭টি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান সভাপতি সংসদ সদস্য সেলিম ওসমানের নেতৃত্বাধীন প্যানেলের ২৭জন প্রার্থী। শনিবার ৫ আগষ্ট বিকেলে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন তাদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়। তাদের বিপরীত কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় বিনাপ্রতিদ্ধন্ধীতায় ওই প্যানলটি নির্বাচিত হতে যাচ্ছে।
প্রার্থীদের সবাই স্বশরীরে উপস্থিত হয়ে নির্বাচন তফসিল ও বাণিজ্য সংগঠন ম্যানুয়ালের বিধি মোতাবেক বিকেএমইএ নির্বাচন বোর্ডের কাছের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিল কালে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এফবিসিসিআই এর সাবেক সহ সভাপতি মোহাম্মদ আলী, সদস্য এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা ও নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন।
আগামী ২০ সেপ্টেম্বর বিকেএমইএ বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ রয়েছে। সেই অনুসারে বিধিমোতাবেক নতুন পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ঘোষিত তফসিল অনুসারে আগামী ৯ সেপ্টেম্বর বিকেএমইএ পরিচালণা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে সভাপতি ও সহ-সভাপতি পদের জন্য আগামী ২৫ সেপ্টেম্বর অফিস বেয়ারা নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোয়ন পত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন, সেলিম ওসমান, মঞ্জুরুল হক, আবু আহম্মেদ সিদ্দিক, মনসুর আহম্মেদ, জি.এম ফারুক, হুমায়ন কবীর খাঁন শিল্পী, মোস্তফা জামাল পাশা, মোরশেদ সারোয়ার, ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, আতাউর রহমান, আশিকুর রহমান, শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, তারেক আফজাল, মজিবুর রহমান, খন্দকার সাইফুল ইসলাম, শামীম আহম্মেদ, আলমগীর কবীর, আলামিন, মহিবুর রহমান, গরহর সিরাজ জামিল, শেখ এইচ এম মোস্তাফিজ, নুরুল আলম চৌধুরী, মস্তোফা মনোয়ার ভূইয়া, শহীদউদ্দিন আহম্মেদ চৌধুরী আজাদ, রাজীব দাস সুজয়, ফজলুল কাদের মিয়া।