বিজয় বার্তা ২৪ ডেস্ক
বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাচারিং এন্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন(বিকেএমইএ) এর পরিচালনা পর্ষদের ২০১৬-২০১৮ সালের নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়েছে। এছাড়াও সংগঠনটির বর্তমান সভাপতি একেএম সেলিম ওসমানের সভাপতির দায়িত্ব পালন না করার ঘোষণা প্রত্যাহার করে পুনরায় সভাপতির দায়িত্ব গ্রহন করতে অনুরোধ জানিয়ে সর্ব সম্মতিক্রমে একটি চিঠি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার(৩১ মে) রাত ৮টায় শহরের চাষাঢ়ার বঙ্গবন্ধু সড়কে অবস্থিত বিকেএমইএ এর কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে বিকেএমইএ পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সংগঠনটির সভাপতি একেএম সেলিম ওসমানের অনুপস্থিতিতে সভাপতির দায়িত্ব পালন করেন সংগঠনের প্রথম সহ সভাপতি এ এইচ আসলাম সানি।
সভায় আরো উপস্থিত ছিলেন, দ্বিতীয় সহ সভাপতি মনসুর আহম্মেদ, সহ সভাপতি(অর্থ) জিএম ফারুক, পরিচালক মঞ্জুরুল হক, শেখ হায়দার আলী, হুমায়ন কবির খান শিল্পী, মজিবুর রহমান, মোস্তফা জামাল পাশা, ইমরান হোসেন মিন্টু, আব্দুল হান্নান, সেলিম মাহবুব, মোর্শেদ সারোয়ার সোহেল, শহীদ উদ্দিন আজাদ প্রমুখ।
সভার শুরুতে মোস্তফা জামাল পাশা তার বক্তব্যে বিকেএমইএ এর সভাপতি পদে সেলিম ওসমানের দায়িত্ব পালন না করার ঘোষণার প্রসঙ্গ তুলে বলেন, বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমান দায়িত্ব থেকে বিরত থাকা আমাদের কোন ভাবেই কাম্য হতে পারে না। তিনি শুধু আমাদের সভাপতি নন, একই সাথে আমাদের অভিভাবকও। তাঁর অনুপস্থিতি বিকেএমইএ এর মত একটি আন্তর্জাতিক সংগঠনের পরিচালনা, সিদ্ধান্ত গ্রহণ, প্রণয়ন ও বাস্তবায়ণ তথা সার্বক্ষনিক ব্যবস্থাপনাতে বিরাট সমস্যা তৈরি করছে। এছাড়া সামনে পবিত্র রমজান মাস, ঈদ এবং বিকেএমইএ এর বার্ষিক সাধারণ সভা-২০১৫ আয়োজনের বাধ্যবাধকতা আছে। এই রমজান মাস ও ঈদের পূর্বে কারখানার শ্রম শৃঙ্খল পরিস্থিতি বজায় রাখার জন্য এবং বার্ষিক সাধারণ সভা আয়োজনের জন্য সেলিম ওসমানের সভাপতি পদে প্রত্যাবর্তন করে দায়িত্ব পুনরায় গ্রহন এবং বিকেএমইএ এ পরিচালনার জন্য পরিচালকদের নির্দেশনা প্রদান অত্যন্ত জরুরি।
পরবর্তীতে সভায় সর্ব সম্মতিক্রমে সংসদ সদস্য সেলিম ওসমানকে পুনরায় বিকেএমইএ এর সভাপতি পদে দায়িত্ব গ্রহন করতে অনুরোধ জানিয়ে চিঠি প্রদান করেছেন।
সংসদ সদস্য সেলিম ওসমান বিকেএমইএ কর্তৃক প্রেরিত চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেছেন।
প্রসঙ্গত গত ১৩ মে বন্দরের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার সূত্র ধরে গত ১৯ মে নারায়ণগঞ্জ ক্লাব সংবাদ সম্মেলনে সেলিম ওসমান ঘোষণা দিয়েছেন তার বিরুদ্ধে তদন্ত চলাকালীন সময় পর্যন্ত তিনি সংসদে যাবেন না। বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি এবং এফবিসিসিআই এর পরিচালক পদে দায়িত্ব পালন থেকে সম্পূর্নভাবে বিরত থাকবেন।