বিজয় বার্তা ২৪ ডট কম
তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে মালয়েশিয়া, সিঙ্গাপুর এমনকি কোরিয়ার আগে বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ হতো। জিয়াউর রহমানের আমলে ক্যাঙ্গারু কোর্টে বিচারের নামে শত শত সেনাবাহিনী সদস্যকে হত্যা করা হয়েছে। এত ফাঁসি তখন দেয়া হয়েছে যে এক রশিতে দুইজনের ফাঁসি হয়েছে।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা এখন মানবাধিকারের কথা বলে। পেট্টোল বোমা মেরে মানুষ মেরেছে এখন মানবাধিকার চায়। পৃথিবীর কোন উন্নত রাষ্ট্র হলে ওরা রাজনীতিই করতে পারতো না।
বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা মিলনায়তনে বুধবার রাতে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক,জেলা প্রশাসক মঞ্জুরুল হাফেজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সহ অনেকে।