বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আতাউর রহমান মুকুলসহ বিএনপি-যুবদলের ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন এ ছাত্রলীগ নেতা।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক। এদিন সকালে মামলাটি করেন ছাত্রলীগ নেতা মো. সোহেল।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা দিকে বন্দর থানার কবিলামোড়ে প্রধান সড়কের পাশে ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালান বিএনপির নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগ নেতা সোহেলকেও মারধর করেন। একপর্যায়ে মোবাইল লুট ও ৫০ হাজার টাকা লুটে নেন তারা।
ওসি আবু বক্কর সিদ্দিক জানান, সকালে বিএনপি-যুবদলের ২৪ জনের নামসহ ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রলীগ নেতা মো. সোহেল। মামলায় মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুকুল ছাড়াও বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ পনেছ ও মুকুলের ভাই হাবিবুর রহমান দুলালের নাম রয়েছে।