বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও ১৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের স্মরণে মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার বাদ আছর নারায়ণগঞ্জ বিএনপি’র কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আয়োজনে এই মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
এসময় মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম রতন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড জাকির হোসেন,নগর বিএনপি’র অন্যতম নেতা এড.সাখাওয়াত হোসেন খান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন শোখন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার প্রধান, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জিয়াউদ্দিন জিয়া, মহানগর মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, সহ সভাপতি দেলোয়ার শাহ, লিংকন খান, মহানগর ছাএদল নেতা মাকিদ মুস্তাকিন শিপলু প্রমুখ।
এ সময়ে বক্তব্যে বক্তারা বলেন, মরহুম নাছির উদ্দিন ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একজন ত্যাগী নেতা। তিনি মহানগর বিএনপির নেতা জাকির খানের সাথে বিএনপির সকল প্রকার আন্দোলন সংগ্রাম একসাথে পালন করেছেন। বিগত দিনের প্রতিটি আন্দোলন সংগ্রামে নাছির উদ্দিনের নেতৃত্বে আমরা একত্রিত হয়ে কাজ করেছি। তিনি আমাদের সাহস ও আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতেন।তার এই অকাল মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারিয়েছি। আমরা তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করছি ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানাই।
এ সময়ে মরহুম নাছির উদ্দিন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিবেশন করা হয়।