বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী নির্বাচন ও নির্বাচন কমিশন গঠন নিয়ে এই মুহূর্তে বিএনপির সঙ্গে সংলাপে বসার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘বিএনপি নির্বাচনে আসবে এবং ভালোভাবেই আসবে। যদি না আসে তাহলে গতবারের মতো চোরাবালিতে হারিয়ে যাবে।’
রোববার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘উন্নয়ন ও সমসাময়িক রাজনীতি’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জাতীয় নির্বাচন, নির্বাচন কমিশন গঠন সবকিছুই সংবিধান অনুযায়ী হবে। তখন জাতীয় স্বার্থে যদি প্রয়োজন হয় সংলাপে বসার, তাহলে সংলাপে বসবে। তবে এ মুহূর্তে বিএনপির সঙ্গে সংলাপে বসার কোনো প্রয়োজন নেই।’
‘গণতন্ত্রে বিশ্বাসী যে কেউ সংলাপ চায় না, তা হতে পারে না। যে কারণে জাতীয় স্বার্থে গতবার বিএনপি নেত্রীকে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন বিএনপি নেত্রী কী করেছিলেন, দেশবাসী কি তা জানে না? আরাফাত রহমান কোকোকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, তখনো বিএনপি কী অরাজনৈতিক আচরণ করেছিল, তাও দেশের জনগণ জানে।’
বিএনপি গতবারের মতো যদি নির্বাচনে না আসে, তাহলে কী হবে? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কেউ না আসে যেভাবে চলছে, সেভাবেই হবে।’
তিনি বলেন, ‘বিএনপির কি তাগিদ নেই নির্বাচনে আসার। তারা তো দেশ নিয়ে নানা কথা বলছে।’
‘আসলে বিএনপি ভয়কে জয় করতে পারেনি। সেটা নির্বাচনেও নয়, আন্দোলনেও নয়। এই হতাশা থেকে দলটির মহাসচিবসহ নেতারা এলোমেলো বক্তব্য দিচ্ছেন।’
পাল্টা প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির এতো ভয় কীসের, তারা ৫০০ লোকের একটি মিছিল করতে পারে না!’
বিএসআরএফের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চোধুরীও ছিলেন।