নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনের বাবা এম এ হাশেম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে——–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। রোববার দুপুর পৌনে ৩ টায় ঢাকার বারডেম হাসপাতালে তিনি মৃত্যুর কোলে ঢলে পাড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একপুত্র, তিন কন্যা, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জের সাইলো ঈদগাহে প্রথম জানাযা ও বাদ এশা মিজমিজি পাইনাদী কবরস্থান সংলগ্ন ঈদগাহে দ্বিতীয় জানাযা শেষে পাইনাদী এলাকায় পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।