স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা নতুন করে করবে। রবিবার সকালে রাজধানীর নয়াপল্টন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে কৃষক দলের আলোচনা সভায় তিনি এ কথা জানান।
নজরুল ইসলাম খান বলেন, জনগণের দৃষ্টি অন্য খাতে ফেরাতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছে সরকার।
তিনি বলেন, আমাদের এই দেশের জন্য যারা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন তাদের নাম আমরা জানি। বাংলাদেশের ইতিহাসে তাদের নাম সোনার অক্ষরে লিখে রাখা হোক। কেন তাদের পরিবার পরিজনরা এর মর্যাদা পাবে না যে তারা শহীদের সন্তান।
বিএনপি প্রবীণ এই নেতা বলেন, আবার যদি আমরা দায়িত্বে আসি তাহলে এই অসমাপ্ত কাজ সমাপ্ত করা উচিত হবে আমাদের জন্য।