বিজয় বার্তা ২৪ ডট কম
আদালতে চলমান মামলা থাকা স্বত্তেও সিদ্ধিরগঞ্জে জোর করে আমজাদ হোসেন নামে এক ব্যাক্তির ১৫ শতাংশ জমি দখল করে বালু ভরাট করার অভিযোগ পাওয়া গেছে গোদনাইলের চিহ্নিত বিএনপির সন্ত্রাসী একাধিক মামলার আসামী কাউসার মোল্লা ওরফে কেসার (৪০) বিরুদ্ধে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় সন্ত্রাসী দলবল নিয়ে এসে নাসিক ৮নং ওয়ার্ড সৈয়দপাড়া এলাকায় সন্ত্রাসী কাউসার এ ঘটনাটি ঘটায়। এব্যাপারের আমজাদ হোসেন সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দিলে পুলিশ বিভিন্ন অজুহাতে না আশায় সন্ত্রাসী কাউছার বালু দিয়ে জায়গা ভরাট করছে।
জানা গেছে, ১৯৮৮ সালে অক্টোবর মাসে সিএস এর মালিক বেল বাহার গংদের কাছ থেকে আমজাদ হোসেন গোদনাইল মৌজার সৈদয়পাড়া এলাকায় ১৫ শতাংশ জমি ক্রয় করে। পরে এসএ ৭৮৮ ও আরএস ২১১২ দাগে আমজাদ হোসেনর নামে লিপিবন্ধ হয়। কিছু দিন পূর্বে সন্ত্রাসী কেছা এ জমি একটি রোলিং মিলস্ নিটক বিক্রয় করতে বলে আমজাদ হোসেনকে। না বিক্রয় করলে তাতে চাঁদা দিতে হবে। এ ঘটনায় আমজাদ হোসেন মামলা করলে সন্ত্রাসী কেছা জেল খাটে। এ মামলায় জামি বের হলে সন্ত্রাসী কেসা পূর্বে নেয় সন্ত্রাসী দলবল নিয়ে জমি দখল করতে চায়। ৭ সেপ্টেম্বর সকালে সন্ত্রাসী কেসা জমি দখল করতে চাইলে পুলিশ আসলে সে পালিয়ে যায়। শুক্রবার দুপুরের সন্ত্রাসী দলবল নিয়ে সন্ত্রাসী কেসা বালু ভরাট করে। আমজাদ হোসেনর ও তার ছেলে শামীন বাদা দিলে সন্ত্রাসী কেসা শামীনকে গুলি করে হত্যার করবে বলে হুমকি দেয়। এ ঘটনায় আমজাদ হোসেন সিদ্ধিরগঞ্জয় দুপুর ১ টা লিখিত অভিযোগ দিলেও রহস্য জনক কারনে পুলিশ সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত ঘটনা স্থালের আসেনাই।
এ ঘটনায় আমজাদ হোসেনের ছেলে শাহীন গনমাধ্যম কর্মীদের জানান, আমাদের ক্রয় করা জমিতে জোর করে দখল করে বালু ভরাট করছে। বাধা দিলে সন্ত্রাসী কাউছার আমাকে গুলি করে হত্যার হুমকি দেয়। আমার পরিবার ও আমি সন্ত্রাসী কাউসার এর ভয়ে আছি। তাই পুলিশের সহযোগীতায় কামনা করছি।
এ ব্যাপারের সন্ত্রাসী কাউছারের সাথে যোগাযোগ করলে সে জানান, এ জমি আমি ২০১১সালে পাওয়ার নিয়েছি। তাই আমার জমিতে বালু ভরাট করছি। আর কাউকে হুমকি দেই নাই। আমি কোন দিন পিস্তুল দেখি নাই।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুঃ সরাফত উল্লাহ জানান, লিখিত পেলে পুলিশ অবস্যই ব্যবস্থা গ্রহন করবে।