বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান বলেছেন, বাংলাদেশকে তারা ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য দেশী-বিদেশী অর্থায়নে মৌলবাদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। লন্ডন থেকে বসে এবং মৌলবাদী শক্তির উত্থানের জন্যে যা যা কিছু পরিকল্পনা করার দরকার তারা তা করছে। আবারো অঅঘাত করা হবে, হয়তো আমি থাকবো না। কিছু ক্ষতি হবে, তবে আল্লাহর রহমতে শেখ হাসিনাই আবারো সরকার গঠন করবে।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকায় আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, শোকের দিনে একটা কথা বলতে চাই ৭৫ এর ১৫ই আগস্টে একসঙ্গে ২৬ জনকে হত্যা করা হয়েছে। আল্লাহ তায়ালার অশেষ রহমত যে দুই (শেখ হাসিনা ও সেখ রেহেনা) বোন সেদিন জার্মানিতে ছিলেন। সেদিন সমস্ত স্বপ্ন ধ্বংস করে দেয়া হয়েছিল, আমরা স্বপ্ন দেখা ভুলে গিয়েছিলাম। আল্লাহ তায়ালার হুকুমে শেখ হাসিনা থাকাতে বাংলাদেশের মানুষ আবার স্বপ্ন দেখছে এবং স্বপ্ন বাস্তবায়ন করছে।
তিনি বলেন, আমাদের এই শোককে শক্তিতে রুপান্তর করে এগিয়ে যেতে হবে। তারা আবারো কালো থাবা দিবে, আঘাত করবে। হয়তো গাছের কিছু ডাল পালা ভেঙ্গে যাবে। কিন্ত শেখ হাসিনা আমাদের বটবৃক্ষ হয়ে ছায়া দিবেন। আল্লাহর বিশেষ রহমত তার উপর আছে। আওয়ামী লীগ করি বা কোন দল করি সেটা ব্যাপার না। এ দেশটা আমাদের সবার, যে কোন মূল্যে এই দেশটাকে বাঁচাতে হবে। বঙ্গবন্ধু চলে যাওয়ার পর দেশ পিছিয়ে গিয়েছিল, শেখ হাসিনা চলে গেলে দেশ আর আগাতে পারবে না। আমরা অন্তত ৫০ বছর পিছিয়ে যাব। বাংলাদেশের মানুষের সম্পদ শেখ হাসিনা। তিনি স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন বাস্তবে রুপান্তর করেন। শোককে শক্তিতে রুপান্তরিত করে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে যাচ্ছেন। আমাদের সকলের তার পেছনে দাড়ানো প্রয়োজন, তার হাতকে আরো শক্তিশালী করা প্রয়োজন।