বিজয় বার্তা ২৪ ডট কম
আওয়ামীলীগ ক্ষমতায় বসে স্টীল রুলার চালাচ্ছে। বিএনপির কর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে । তারা মামলা গুলোতে প্রভাব বিস্তার করছে । বিচার বিভাগ কে স্বাধীন ভাবে চলতে দিন তাহলে বিএনপির নেতাকর্মীদের কোন মামলাই আটকাতে পারবে না বলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান এড. জয়নুল আবেদীন । মঙ্গলবার বিকেল ৬ টার দিকে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথিরবক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, নিজেদের টাকা পাচার করতেই তারা এই বাজেট ঘোষণা করেছে । কিন্তু বাংলাদেশের জনগণ আর বোকা না তারা সবকিছু বোঝে । আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো । আমরা কারো অধীনে নির্বাচন করবো না । নির্বাচন কমিশন কে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে । তিনি আরো বলেন, জিয়া মানে হচ্ছে সমগ্র বাংলাদেশ । তিনি ছিলেন বীর উত্তম । তার মত বীর উত্তম বাংলাদেশে আর নেই । জিয়াউর রহমান বাংলাদেশে গনতন্ত্র ফিরিয়ে এনেছিল । আর তার জন্যই আওয়ামীলীগ ক্ষমতায় আসে ও শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পেরেছিল । বাংলাদেশের গনতন্ত্রকে ফিরে আনতে বেগম খালেদা জিয়া যে কর্মসূচি ঘোষণা করবে আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবে ।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ূন কবির’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড. সানাউল্লাহ মিয়া আরো উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. শাখাওয়াত হোসেন খান, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, সাবেক পিপি এড. নবী হোসেন, এড. আনোয়ার প্রধান প্রমুখ ।
এ সময় জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করা হয় ।