কুমিল্লা,বিজয় বার্তা ২৪
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপিকে নির্বিঘেœ কাউন্সিল করার জন্য সব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। আমরা চাই বিএনপি সফলভাবে কাউন্সিল সম্পন্ন করে যোগ্য নেতৃত্ব বের করে আনুক। আমরা সবাই আইন মান্য করে ঐক্যবদ্ধভাবে দেশটিকে এগিয়ে নিতে চাই।
রেলপথ মন্ত্রী মুজিবুল হক কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তাকে দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেন, নৌকার প্রার্থী পাস করলে এলাকার উন্নয়ন হয়, তাই ভোটাররা কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করে। জনগণ যে আশায় আওয়ামী লীগকে ভোট দিয়েছে, এর ৯৫ ভাগ আওয়ামী লীগ পূরণ করেছে, আগামী তিন বছরে শতভাগ পূরণ হবে।
চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন চেয়ারম্যান, আক্তার হোসেন পাটোয়ারী, আবদুল বারী, ব.ম আফতাবুল ইসলাম, জিএম মীর হোসেন মীরু, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক হেলাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ৪ নং শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজালাল মজুমদার, উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক মোশারেফ হোসেন, ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন টিপু, আ.লীগ নেতা আবুল কাসেম রৌশন, সানা উল্লাহ বাঙ্গালী প্রমুখ। এর আগে সকালে রেলপথ মন্ত্রী চৌদ্দগ্রাম উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন।