স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্মূলের চেষ্টা চলছে। শত চেষ্টা করেও এই দলকে দমন ও ধ্বংস করা যাবে না। কারণ, ‘বিএনপি জনগণের দল এবং অদম্য রাজনৈতিক দল।’
বুধবার বিকালে রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক দোয়া মাহফিল ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি পরিষদ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শত চেষ্টা করেও এই দলকে দমন ও ধ্বংস করা যাবে না। বিএনপিকে যতবারই ধ্বংস করার চেষ্টা হয়েছে, ততবারই সেই ধ্বংসস্তুপ থেকে ফিনিঙ পাখির মতো উঠে দাঁড়িয়েছে দলটি।
তিনি বলেন, প্রচুর বাধা-বিপত্তি উপেক্ষা করে বিএনপি কাউন্সিল করতে যাচ্ছে। এতো বাধা-বিপত্তির পরেও অদম্য আগ্রহ ও উৎসাহ নিয়ে বিএনপির তৃণমূল পর্যায় থেকেও কাউন্সিলকে সফল করার চেষ্টা চলছে। সুতরাং কাউন্সিল সফল হবেই।
মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে প্রায় ১২টি মামলা এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ৩১টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতাদের মধ্যে এমন কেউ নেই, যাদের নামে ১০ থেকে ৯০টির অধিক মামলা নেই। এটা শুধু শীর্ষ নেতাদের বিরুদ্ধেই নয়, গ্রাম ও ইউনিয়ন পর্যায়েও নেতাদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার, হামলা, নির্যাতন ও হত্যা করে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা চালানো হচ্ছে।
খোন্দকার দেলোয়ার হোসেনের রাজনৈতিক ও কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তিনি আমাদেরকে যে পথ দেখিয়েছেন সেই পথ অনুসরণ করব। আপসহীন ও অনমনীয় থেকে দেশ ও মাটির জন্য আমরা আমাদের সংগ্রামকে অব্যাহত রাখব। কেড়ে নেওয়া মৌলিক ও ভোটের অধিকারকে ফিরিয়ে আনতে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের সংগ্রাম অব্যাহত রাখব।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সহ-দপ্তর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।