বিজয় বার্তা ২৪ ডট কম
রাজধানীতে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ জামাত অনুষ্ঠিত হয়। এর পর প্রতি এক ঘণ্টা বিরতি দিয়ে আরো চারটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সকালে বৃষ্টির শঙ্কা নিয়েও প্রথম জামাতে ঈদের নামাজ আদায়ে শরিক হতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসেন মুসল্লিরা।
নামাজ শেষে মুসল্লিরা পরষ্পর কোলাকুলি করে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পরষ্পরের কোলাকুলিতে সৌহার্দ্য ও সম্প্রীতির এক আবহ সৃষ্টি হয়।
অপরদিকে বায়তুল মোকাররমে ঈদের জামাতকে কেন্দ্র করে মসজিদের উত্তর, দক্ষিণ ও পূর্বগেইটসহ চার দিকে র্যাতব-পুলিশ সদস্যদের বাড়তি উপস্থিতি লক্ষ করা গেছে।
এছাড়াও সকাল সাড়ে ৮টায় রাজধানী ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।