নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সহ সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন সুজন’র শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
প্রসঙ্গগত, সড়ক দূর্ঘটনায় সুজনের হাত ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী গত ৩০ শে মার্চ হাসপাতালে সুজনের ভাঙ্গা হাতের অপারেশেন করা হয়েছিল। তার অপারেশন আল্লাহ রহমতে ও সকলের দোয়ায় সফলত সম্পন্ন হয়েছে। বর্তমানের তার শারীরিক অবস্থা আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে। সুজন যাতে সম্পন্ন সুস্থ হয়ে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে সেজন্য সে নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
সুজন বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন। গত ৩০ শে মার্চ আমার ভাঙ্গা হাতের অপারেশন করা হয়েছে। আমার হাতের অপারেশন আল্লাহর রহমতে ও সকলের দোয়ায় সফলভাবে হয়েছে। এখন আমার শারীরিক অবস্থা আগের থেকে অনেকটা ভাল। আমি পুরোপুরি সুস্থ্য হয়ে যাতে দেশ জাতির কল্যানে নিজেকে নিয়োজিত করতে পারি এবং ইসলামী আন্দোলনের মাধ্যমে আমি দেশের মানুষকে ধর্মের পথে আনতে উৎসাহিত করতে পারি।