নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বালু ভরাটকে কেন্দ্র করে নারায়নগঞ্জের বন্দর উপজেলায় জাঙ্গাল এলাকায় শনিবার সকালে দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে কমপক্ষে ৩ জন আহত হয়েছে । আহতদের মধ্যে ১ জন আশষ্কাজনক। পুলিশ ও এলাকা বাসী জানান, বন্দর উপজেলা জাঙ্গাল এলাকায় ইটাখলার রাস্তার উপরদিয়ে ড্রেজার পাইপ নেবার নেবার সূত্র ধরে ইটাখলার মালিক হাতেম খন্দকার লোকজনের সাথে জাঙ্গাল এলাকার দেলোয়ার হোসেন এর সাথে কথা কাটাকাটিতে দু-গ্র“পে উত্তেজনা সংঘর্ষের সৃষ্টি হয়। এতে দেলোয়ার লোক বিল্লাল হোসেন সহ আরো অনেকেই আহত হয়। এ ব্যাপারে এস.আই আনোয়ার হোসেন সাথে কথা বলেল তিনি জানান দুই পক্ষেই থানায় মামলা প্রস্ততি চলছে।