বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি (২০২৩- ২০২৪) কার্যকরী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক এড. মুহাম্মদ মোহসীন মিয়া নেতৃত্বাধীন প্যানেল ১৭পদের মধ্যে ১৬টি পদেই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। শুধুমাত্র একটি কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন বিএনপি।
সোমবার ( ৩০ জানুয়ারী) রাত ১টায় নির্বাচন কমিশনার এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ১ হাজার ১শ ৫১ জন । ভোট কাস্ট হয়েছে ১০৮২টি, অনুপস্থিত ছিলেন ৬৯জন ।
নির্বাচনে বিজয়ী সভাপতি পদে এড. হাসান ফেরদৌস জুয়েল পেয়েছেন ৭৮৭ ভোট, সিনিয়র সহ-সভাপতি পদে এড. আলাউদ্দিন আহমেদ পেয়েছেন ৭৩৫ ভোট, সহ- সভাপতি পদে এড. রবিউল আমিন রনি পেয়েছেন ৭৩৪ ভোট, সাধারণ সম্পাদক পদে এড. মুহাম্মদ মোহসীন মিয়া পেয়েছেন ৭৩৫ ভোট, যুগ্ম সম্পাদক পদে এড. কামাল হোসেন পেয়েছেন ৬০৬ ভোট , কোষাধক্ষ্য পদে এড. মো. স্বপন ভূঁইয়া পেয়েছেন ৬৩৭ ভোট , আপ্যায়ন সম্পাদক পদে এড. অঞ্জন কুমার দাস পেয়েছেন ৬৬৫ ভোট , লাইব্রেরী সম্পাদক পদে এড. মো. এরশাদুজ্জামান ইমন পেয়েছেন ৫৮৬ ভোট , ক্রীড়া সম্পাদক পদে এড. আব্দুল মান্নান পড়েছেন ৫৫১ ভোট , সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. রাজিয়া আমিন কাঞ্চি পেয়েছেন ৬৩৪ ভোট , সমাজ সেবা সম্পাদক পদে এড. মানজুদুল রশিদ রিফাত পেয়েছেন ৬০৭ ভোট এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. দেলোয়ার হোসেন সুজন প্রধান পেয়েছেন ৬৪৬ ভোট।
এছাড়াও কার্যকরী সদস্য পদে এড. আলী আকবর পেয়েছেন ৬৭৯ ভোট, এড. নারায়ণ চন্দ্র সাহা পেয়েছেন ৫৮৬ ভোট , এড. হালিমা আক্তার পেয়েছেন ৫৪৫ ভোট, এড. নুরী নাজমুল আমিন ৫২০ পেয়েছেন ভোট । আর বিএনপি প্যানেলের এড. আদনান মোল্লা ৫৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
জানাগেছে, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এবার ২টি প্যানেল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত ( এড. হাসান ফেরদৌস জুয়েল- এড. মুহাম্মদ মোহসীন মিয়া ) ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত ( এড. আহসান হাবীব শাহিন – এড. এইচ এম আনোয়ার প্রধান ) প্যানেল নির্বাচনে মোট ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নিবার্চনকে ঘিরে সকাল থেকেই দুটি প্যানেলের সমর্থনে আওয়ামীলীগ ও বিএনপিপন্থী আইনজীবী এবং শীর্ষ নেতারা পৃথক দুটি প্যান্ডেলের ভেতর বসে তাদের প্রার্থীদের উৎসাহ যুগিয়েছেন। আদালত পাড়ায় দিনভর আওয়ামী লীগের সাদা প্যানেলের পক্ষে সাংসদ একেএম শামীম ওসমানের অনুসারী আওয়ামীলীগের নেতাকর্মীরা ব্যাপক শো-ডাউন করতে দেখা গেছে। দুটি প্যানেলের পক্ষে জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন এড. সামসুল ইসলাম ভূইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম, এড. মেরিনা বেগম এবং এড. সুখ চাঁদ সরকার ।
এসময় নব নির্বাচিত সভাপতি হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক মোহসিন মিয়া তাদের প্রতিক্রিয়ায় জানান, এই জয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়। এই জয় বারের সকল আইনজীবীদের। সব সময় সুখে দুখে আপনাদের পাশে পেয়েছি এবং আওয়ামীলীগ প্যানেলের নব নির্বাচিত সকল নেতৃবৃন্দ এই বারের উন্নয়নে সর্বদা ঐকবদ্ধভাবে কাজ করবো। জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই বারকে স্মার্ট বার হিসেবে গড়ে তুলবো। এসময় নেতৃবৃন্দ এমপি সেলিম ওসমান ও এমপি শামীম ওসমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।