বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে অবস্থিত লোকনাথ ব্রহ্মচারী আশ্রম এলাকায় অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন রিমন অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার বিএম রুহুল আমিন রিমন জানান, লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের পাশে ঐতিহাসিক খেলার মাঠের চারপাশ অবৈধভাবে দখল করে কসমেটিস, খেলনা, চায়ের দোকান, মিষ্টির দোকান গড়ে উঠে। ফলে লোকনাথ ভক্তরা আশ্রমে এলাকায় প্রবেশ করতে বাধাপ্রাপ্ত হয়। আশ্রম কমিটির অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় শতাধিক অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করা হয়।