নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলর (বামাকা)নারায়ণগঞ্জ জেলা শাখা’র কৃষি বিষয়ক সম্পাদক পদে সাপ্তাহিক বিজয় পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক মনিরউদ্দিন(হোসেন মনির) ও সহ বিষয়ক সম্পাদক পদে লাইলী আক্তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার সন্ধায় নারায়ণগঞ্জ শহরের গুলশান সিনেমা হল ভবনে নারায়ণগঞ্জ মহানগর শাখা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দাখিল করেন। এ সময় বামাকা নারায়ণগঞ্জ জেলা শাখা’র কর্মকর্তা একেএম শফিউল আলম,অর্থ সম্পাদক মিজানুর রহমান খোকন,,হিমেল খান,নয়নী রানী সাহা ও এম আর হায়দার রানা উপস্থিত ছিলেন। উল্লেখ্য,আগামী ৩১ মে সংস্থার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সংগঠন সূত্র জানিয়েছে।